সন্তু সামন্তঃ এবার সোজাসুজি ট্রেনে চেপেই চাঁদ বা মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ আসতে চলেছে। প্রযুক্তির সাহায্যে এমনটাই করতে চলেছে জাপান।
অন্যান্য দেশ যেখানে মহাকাশযান এ করে মানুষ পাঠানোর প্ল্যান করছে সেখানে জাপান কয়েক কদম এগিয়ে ট্রেনে করেই যাওয়ার ব্যবস্থা করছে।
প্রথমে চাঁদে যাওয়ার প্ল্যান চলছে, সব ঠিকঠাক থাকলে মঙ্গল গ্রহেও ট্রেনে করেই যাওয়া যাবে। তবে এর জন্য নিরন্তর গবেষণা ও অধ্যাবস্যায় চলছে জাপানে।
চাঁদ এবং মঙ্গল গ্রহে থাকার জন্য বিশেষ কলোনি তৈরির প্ল্যান নেওয়া হয়েছে। মানুষের বসবাসের জন্য বিশেষ পরিবেশ তৈরি করা হবে। কারণ কম মাধ্যাকর্ষণ হলে হাড় এবং পেশি দুর্বল হয়ে যায়। তাই পৃথিবীর মত বায়ুমণ্ডল তৈরি করা হবে।
জানা গেছে বসবাস করার জন্য বিশেষ গ্লাস হ্যাবিটাট তৈরি করা হবে। চাঁদে তৈরি হতে চলা গ্লাস কলোনির নাম হবে লুনা গ্লাস আর মঙ্গলগ্রহে যে কলোনি তৈরি হবে তার নাম হবে মার্স গ্লাস। এর পাশাপাশি জাপানের কিউট বিশ্ববিদ্যালয় ও কজিমা কন্সত্রাকশ্ন এর যৌথ উদ্যোগে স্পেস এক্সপ্রেস নামে তৈরি হবে স্পেশাল বুলেট ট্রেন। জিরো গ্রাভিটিতেও যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয় তার জন্য বিশেষ প্রযুক্তিতে ট্রেনের কামরা তৈরি করা হবে। আর ট্রেন চলবে ইলেক্ট্রোম্যাগনেটিক পদ্ধতিতে।
প্রাণের অস্তিত্ব থাক বা না থাক বিজ্ঞানের কল্যাণে হয়তো অদূর ভবিষ্যতে মানুষের বসবাসের যোগ্য হতে চলেছে চাঁদ এবং মঙ্গল গ্রহ। সাধারণ মানুষের জন্য এই পরিষেবা কতটা সহজলভ্য হয় সেটাই এখন দেখার।