সঞ্জয় বৈরাগীঃ বিশ্বজুড়ে ক্রমশই ঘনীভূত হচ্ছে আর্থিক মন্দার কালো মেঘ।আর এই আবহে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির অনুমান ফের একবার হ্রাস করল অর্থনৈতিক বিশ্লেষক সংস্থা ‘মুডিজ’। এর আগে,২০২২ সালের জন্য ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির পূর্বাভাস ৭.৭ শতাংশ দিয়েছিল এই সংস্থা।বর্তমানে, আরো কমিয়ে সেটিকে ৭% করল সংস্থার বিশেষজ্ঞরা। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার ‘মুডিজ ইনভেস্টর সার্ভিস’ ভারতের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুমান হ্রাস করেছে।
অর্থনৈতিক সমীক্ষা কারী এই সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সুদের হার এবং ধীর গতিতে বৈশ্বিক বৃদ্ধি ভারতের অর্থনৈতিক গতিকে প্রভাবিত করবে।সমীক্ষা কারী সংস্থাটি আরো জানিয়েছে যে,উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ-সুদের হার এবং বিশ্বব্যাপী মন্থর অর্থনৈতিক বৃদ্ধির কারণে আগের তুলনায় ভারতের বৃদ্ধির প্রত্যাশা অনেকটাই কমে গিয়েছে।এর আগে সংস্থাটির পক্ষ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৭ শতাংশ করা হয়েছিল।
প্রসঙ্গত,মুডিজের এই পূর্বাভাসে রীতিমত সিঁদুরে মেঘ দেখছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
তাদের মতে করোনা মহামারী সংকট কাটিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গোটা দেশের বাণিজ্যে বিপুল প্রভাব বিস্তার করেছে,এরই সঙ্গে বিশ্ব বাজারে জ্বালানি তেলের অত্যধিক হারে দাম বৃদ্ধির ফলে তার প্রভাব পড়েছে ভারতেও।
সংস্থার বিশেষজ্ঞদের দাবি,খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে বিশ্ব অর্থনীতি বের হতে পারবে না। আপাতত আগামী ২০২৩-২৪ সাল পর্যন্ত অর্থনীতির চাকা ধীর থাকবে বলেই তারা জানিয়েছেন।
তথ্য সূত্র: