সঞ্জয় বৈরাগীঃ টুইটার কেনার পর ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। এরই সঙ্গে, টুইটারে একাধিক পরিষেবাগত পরিবর্তন করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। এবার সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই টুইটারে ‘ব্লু-টিক’ (Twitter Blue Tick) বা ভেরিফিকেশন পরিষেবার জন্য মাসিক ‘ভাড়া’ নেওয়ার ঘোষণা করলেন তিনি।
জানা যাচ্ছে, টুইটার ইনকর্পোরেটেডের নতুন মালিক এলন মাস্ক সম্প্রতি একটি টুইটের মাধ্যেমে জানিয়েছেন যে,এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটটি এখন থেকে তার ব্যাবহার কারীদের নিকট ব্লু-টিক পরিষেবা প্রদান করার জন্য প্রতি মাসে ৮ ডলার($) চার্জ করবে।
যেটি ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬১ টাকা।
এই ৮ ডলারের বিনিময়ে ব্যবহারকারীরা ঠিক কি ধরনের পরিষেবা গুলি পাবেন সেটিও একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন মাস্ক।তিনি জানান ব্লু সাবক্রিপশন নেওয়া থাকলে ইউজাররা সহজেই সার্চ, রিপ্লাই এবং মেনশানে অগ্রাধিকার পাবেন। মাস্ক এর মতে,এই বৈশিষ্টের ফলে স্প্যাম এবং স্ক্যাম রোধ করা সম্ভব হবে।এর পাশাপাশি,এখন থেকে ইউজাররা এই সোস্যাল মিডিয়াটিতে দীর্ঘ অডিও এবং ভিডিও পোস্টও করতে পারবেন।
উল্লেখ্য,মাস্ক মনে করেন আগেকার পরিষেবা গুলি একেবারেই বাজে এবং হতাশা জনক। যদিও,বেশিরভাগ টুইটার ব্যবহারকারীই জানিয়েছেন যে,তাঁরা এই সুবিধা পাওয়ার জন্য কোনও টাকা দিতে রাজি নন। তবে, ১০ শতাংশ টুইটার ব্যবহারকারী এটিও জানিয়েছেন যে,তাঁরা টাকা দেবেন তবে পাঁচ ডলারের বেশি নয়।সূত্র থেকে জানতে পারা তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এই ব্লু টিকের দাম আলাদা আলাদা হবে।