ইন্দ্রাণী লাহাঃ মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবের জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমরা জেনেছি তাদের বায়পিক থেকে। পরের বছরে আসতে চলেছে ঝুলন গোস্বামীর “চাকদা এক্সপ্রেস “। তারই মাঝে নতুন চমক ভারতের অন্যতম খ্যাতনামা ক্রিকেটার মিতালি রাজ- এর জীবন চিত্র।
আরও পড়ুনঃ
- এবার দশ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ হবে – ঘোষণা প্রধানমন্ত্রীর
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- ন্যাশানাল কেরিয়ার সার্ভিসে ইয়ং প্রফেশনাল নিয়োগ
- ক্লার্কশিপে ৩০৪ জন এর তালিকা প্রকাশ করল পি এস সি
- আপাতত পরীক্ষা স্থগিত রাখল কমিশন
বাঙালি পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে ১৫ই জুলাই শুভমুক্তি পেতে চলেছে viacom18 studios প্রোডাকশনের – “সাব্বাস মিঠু”। মিতালি রাজের চরিত্রে তাপশী পান্নু, ঝুলন গোস্বামীর চরিত্রে মুমতাজ সরকারকে দেখা যাবে। আগামী ২০ই জুন রিলিজ হবে সেই সিনেমার ট্রেলার।
প্রসঙ্গত গত ৮ই জুন ২৩ বছরের ক্রিকেট কেরিয়ারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মিতালি রাজ। ODI-তে ক্রমাগত সাতটি হাফ সেঞ্চুরি ও চার বার ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়কত্ব, ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল দৃষ্টান্ত।