অনিক দত্তঃ- ক্রিকেট পাগল এই দেশে মানুষ খেলাধুলা নিয়ে খুব উৎসাহী। কিন্তু গল্প যখন অলিম্পিক বা কমওয়েলথ গেমস নিয়ে তখন দেখা যায় সেখানে এই একশ তিরিশ কোটির জনসংখ্যার দেশে প্রাপ্ত মেডেলের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় নিতান্তই কম।
অর্থাৎ কোথাও একটা গিয়ে খেলাধুলার মান বা খেলাধুলার প্রতি মানুষের আকর্ষনের খামতি লক্ষ্য করা যায়, আর এই জিনিসটাই হয়তো খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর তাই খেলাধুলার মান ও আগ্রহ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে Meet the champion ইভেন্ট এর। এই ইভেন্টে মূলত অলিম্পিকে ও প্যারাওলিম্পিকে অংশগ্রহণ কারী খেলোয়াড় রা দেশের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় পরিদর্শন করবে ।
আগামি দুই বছরে meet the champions ইভেন্টটির মাধ্যমে আর তাই খেলাধুলার মান ও আগ্রহ বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে Meet the champion ইভেন্ট এর। এই ইভেন্টে মূলত অলিম্পিকে ও প্যারাওলিম্পিকে অংশগ্রহণ কারী খেলোয়াড় রা দেশের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় পরিদর্শন করবে এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে খেলাধুলা সম্পর্কিত আলোচনা করবে।