সন্তু সামন্তঃ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন ২০ বছরের মনীষা। এই প্রথম কোনও ভারতীয় মহিলা ফুটবলার UEFA Women’s Champions League এ ইউরোপের ক্লাবের হয়ে মাঠে নামতে চলেছেন।
আরও পড়ুনঃ
- সরকারি স্কুলে ৫৮৪ জন শিক্ষক নিয়োগ
- ৫ টি কোম্পানিতে চাকরির সুযোগ
- রাজ্যের আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এ কর্মী নিয়োগ
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দপ্তর
- টিচার্স ট্রেনিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর
পঞ্জাবের মেয়ে মনীষা কল্যাণ গত ৩ বছর ধয়ে গোকুলাম কেরালা এফ সি’র হয়ে খেলেছেন। এবার তিনি যোগ দিলেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোলান লেডিজ এফ সি তে। আগামী ১৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম রাউন্ডে অ্যাপোলান লেডিজ এফসির হয়ে মাঠে নামবেন তিনি।
প্রসঙ্গত, তাঁর ফুটবল জীবনের কেরিয়ার গ্রাফ বেশ চমকপ্রদ। মাত্র ১৩ বছর বয়সে পেশাদারি ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেন। অনুর্ধব -১৭ টিমে জাতীয় দলের হয়ে ব্রিকস ফুটবল কাপ ২০১৮ তে তাঁর পারফরম্যান্সের কারণে অনুর্ধব -১৯ টিমে চান্স পান। এ আই এফ এফ তাঁকে ২০২০ সালে এমারজিং প্লেয়ার হিসেবে সম্মানিত করেন। ২০২১ এ ইন্টারন্যাশানাল ওমেন ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক গোল করে ইতিহাস সৃষ্টি করেছিলেন মনীষা। ক্লাব এবং দেশের হয়ে এখনও পর্যন্ত ৩০ টি গোল রয়েছে তাঁর।
ইউরোপের মাটিতে ইউরোপীয় ক্লাবের হয়ে ভারতের এই মিডফিল্ডার কতটা সফল হন সেটাই এখন দেখার।