মৌপিয়া মাইতিঃ বর্তমানে অভিনেতা-অভিনেত্রীদের মতো রাজনৈতিক নেতা-নেত্রীরাও সোশ্যাল মিডিয়া সম্পর্কে বেশ সচেতন। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাদের অ্যাকাউন্ট রয়েছে সাথে ফলোয়ারও কম নয়। দেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য মুখ্যমন্ত্রী দের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সক্রিয় (MamataBanarjee joins koo)। ওনার টুইটারে প্রায় ৭ মিলিয়ন ফলোয়ার এবং ফেসবুকে প্রায় ৪.৯ মিলিয়ন ফলোয়ার।
গত পয়লা নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘কু’- তে অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে তার প্রোফাইল @Mamtaofficial নামে রয়েছে। কু-তে তার প্রথম পোস্টে, মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ লক্ষ গ্রামীণ পরিবারের কল সংযোগের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পাওয়ার মাইলফলক তথ্য ঘোষণা করেছিলেন। যে সমস্ত মানুষ এই সুবিধা পেয়েছেন তিনি তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
দেশের অনেক রাজনৈতিক দলের নেতারাই রয়েছে এই অ্যাপে। সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেশ জনপ্রিয়। দেশ ও দেশের বাইরের বাঙালীরা এবং ভারতীয়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নানা ধরনের আপডেট পেতে আগ্রহী বলে মনে করছেন এই অ্যাপের ফাউন্ডার অপ্রমেয় রাধাকৃষ্ণ।
MamataBanarjee joins koo |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।