জোতিষশাস্ত্র অনুযায়ী রাশির ভিত্তিতে শুভ রঙ মেনে কাজ করলে জীবনে সাফল্য আসেই। শুভ রঙের জিনিসপত্র বেশি ব্যবহার করলে সমৃদ্ধি লাভ হয়।
মোট ১২টি রাশির জাতক জাতিকাদের শুভ রঙ আলাদা হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বছরে রাশি অনুযায়ী আপনার জন্য কোন রঙটি শুভ –
১. মেষ – লাল, কমলা, হলুদ, সাদা।
২. বৃষ – গোলাপী, সাদা, সবুজ।
৩. মিথুন – বাসন্তী, সাদা, গোলাপী, সবুজ।
৪. কর্কট – সাদা, ধূসর, সিলভার, ক্রিম।
৫. সিংহ – সোনালী, বেগুনী, কমলা।
৬. কন্যা – নীল, সবুজ, বাসন্তী, সাদা।
৭. তুলা – আকাশী, সাদা।
৮. বৃশ্চিক – লাল, সাদা, চকলেট।
৯. ধনু – গাঢ় হলুদ, সবুজ, কমলা, ক্রিম।
১০. মকর – কালো, বেগুনী, খয়েরি, গাঢ় সবুজ, খাকী।
১১. কুম্ভ – আকাশী, সাদা, বেগুনী।
১২. মীন – হলুদ, গোলাপী, কমলা।