সুদীপ ঘোষঃ জুন- জুলাইয়ের অপেক্ষা পেরিয়ে আগস্টের প্রথমেই দেখা মিলতে চলেছে বঙ্গোপসাগরীয় নিম্নচাপের (Bay-of-Bengal)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ (LowPressure) বলয় তৈরি হয়েছে যা ৭ই আগস্ট ওড়িশা উপকূলের কাছে এসে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপ ওড়িশা ও বাংলার মাঝ বরাবর স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে ৮ থেকে ১১ আগস্ট বাংলা জুড়ে ঝড়- বৃষ্টির (HeavyRain) সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের মতে, উপকূলবর্তী অঞ্চলে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এরই সঙ্গে ঘণ্টায় ৫০কিমি বেগে ঝোড়ো হাওয়ার বইতে পারে।
এই দুর্যোগের কারণে এখন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছে তাদের অতি সত্তর উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিম্নচাপের বৃষ্টির ফলে কলকাতা ও তার শহরতলীতে জল জমতে পারে এবং বন্যা কবলিত অঞ্চলে নদীর জলস্তর বেড়ে বন্যা দেখা দেওয়ার সম্ভবনা রয়েছে। তাই প্রশাসনকে আগে থেকে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
গত বছরের অতিবৃষ্টির পর এবছর বর্ষাকালে অনাবৃষ্টির মুখে পড়েছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির ব্যাপক ঘাটতির ফলে এখনও অনেক জেলায় ধান রোপন করা হয়নি আর সেচের জলে যেটুকু রোপণ করা হয়েছে তাও বর্ষার বৃষ্টির ঘাটতিতে শুকিয়ে ফুটিফাটা হয়ে গেছে। শুধু ধান রোপণ নয়, বৃষ্টির অভাবে পাট কেটে জলে পচতে দিতে গিয়ে কাল ঘাম ছুটছে চাষী ভাইদের। হাওয়া অফিসের কর্তারা, যে সমস্ত চাষী ভাইরা এখনও ধান রোপণ করেননি, ধান রোপণের ক্ষেত্রে বিশেষ করে নিচু এলাকায় রোপণের ক্ষেত্রে এই কটা দিন অপেক্ষা করতে বলেছেন কারণ এই ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিলে নিচু এলাকার জমি প্লাবিত হতে পারে।
এই নিম্নচাপের কারণে আজ থেকেই হালকা বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণ বঙ্গের কোন কোন জায়গায়। বৃষ্টির পূর্বাভাসের খবরে হাসি ফুটতে চলেছে বাংলার কৃষক বন্ধুদের মুখে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ