সন্তু সামন্তঃ তিন অক্ষরের নাম তার, কিন্তু ব্যপ্তি তার বিশাল। হ্যাঁ, এই মুহূর্তে সারা বিশ্বে সবথেকে কঠিন, বলা যেতে পারে ভয়ংকর তিন অক্ষরের শব্দ – ‘করোনা’ ভাইরাস (Corona Virus)। এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত পাওয়া তথ্য বলছে সারা বিশ্বে কোভিড-১৯ (Covid-19) এর কারণে মৃত্যুর সংখ্যা প্রায় ৬৫ লক্ষ। অনেক দেশই আছে যাদের মোট জনসংখ্যাই এত নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, শুধুমাত্র এই বছরই এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি মানুষ মারা গেছেন এই ভাইরাসের কারণে। আমার, আপনার পাড়া, প্রতিবেশি, দেশ কালের গণ্ডী পেরিয়ে ভাইরাসের থাবা বসেছে সমগ্র বিশ্বে। আর সেই থাবায় হারিয়েছে কারো বাবা, কারো মা, কারো সন্তান, আবার কারো বা ছেলেবেলার খেলার সাথী। এখনও পর্যন্ত আমরা হারিয়েছি অনেক কিছুই। এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর।
হ্যাঁ, ঘুরে দাঁড়াতেই হবে- শুধুমাত্র এই মারণ ভাইরাসের বিরুদ্ধে নয় ; লড়তে হবে জোটবদ্ধ হয়ে মানব জাতিকে বাঁচাতে। ভাইরাস শুধুমাত্র স্বাস্থ্য নয়, ভেঙে দিয়েছে রোজগার, শিক্ষাব্যবস্থা সহ বেঁচে থাকার ন্যূনতম পরিকাঠামো। প্রতিটি দেশ সরকারি পরিকাঠামো অনুযায়ী চেষ্টা করছে আগের অবস্থায় ফিরে আসার। বিশ্ব নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব যে যার সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়ানোর – আর্থিক, সামাজিক এবং সর্বোপরি মানসিকভাবে।
২ বছর অতিক্রান্ত। এমনিতেই ভাইরাসের কবলে সমগ্র মানব জাতি প্রায় ১০ বছর পিছিয়ে গেছে। অনেক কিছুই স্বাভাবিক হয়েছে। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি আমাদের দৈনন্দিন জীবনযাপন। এখনও ঠিকঠাকভাবে রোজগারি হয়নি রোজগারি মানুষ। এখনও স্বাভাবিক হয়নি শিক্ষার ছন্দ। যতটুকু আশার আলো দেখা গেছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। কারণ মানুষ সামাজিক জীব। তাই মন্ত্র হোক সবাইকে নিয়ে এগিয়ে চলার।
মাথায় রাখতে হবে, এখনও ভাইরাস আমাদের ছেড়ে চলে যায়নি। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। প্রয়োজনে নিতে হবে ডাক্তারি পরামর্শ। সবাইকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য নীচে দেওয়া হল –
সমগ্র বিশ্ব (৩০ আগস্ট , ২০২২ বিকেল ৪ টে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী)
Sl No | তথ্য (Covid-19) | পরিমাণ |
১ | মৃত্যুর সংখ্যা | ৬,৪৬৭,০২৩ |
২ | অ্যাক্টিভ রোগী | ৫৯৯,০৭১,২৬৫ |
৩ | ভ্যাকসিন সম্পূর্ণ | ১২,৪৪৯,৪৪৩,৭১৮ |
ভারত (৩১ আগস্ট , ২০২২ দুপুর ২ টো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী)
Sl No | তথ্য (Covid-19) | পরিমাণ |
১ | মৃত্যুর সংখ্যা | ৫,২৭,৮৭৪ |
২ | অ্যাক্টিভ রোগী | ৬৪,৬৬৭ |
৩ | ভ্যাকসিন সম্পূর্ণ | ২,১২,৩৯,৯২,৮১৬ |
পশ্চিমবঙ্গ ((৩০ আগস্ট , ২০২২ অনুযায়ী))
Sl No | তথ্য (Covid-19) | পরিমাণ |
১ | মৃত্যুর সংখ্যা | ২১,৪৬২ |
২ | অ্যাক্টিভ রোগী | ২১,০৬,৭৭৮ |
৩ | ভ্যাকসিন সম্পূর্ণ | ১,৩৪,৫১,৪৩৩ |
তথ্য সূত্রঃ WHO , MOHFW & WBHEALTH
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ