সুদীপ ঘোষঃ কাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্যে অবিচল থেকে খবরের শিরোনাম হওয়া – এই নিউজ প্রায়শই আমাদের চোখে পড়ে। কিন্তু রেলমন্ত্রীর টুইট করা এই ভিডিও প্রশংসার দাবি রাখে।
মুম্বাই থেকে বিহারগামি গোদান এক্সপ্রেসের সহ চালকের নিজের কর্তব্যের প্রতি দায়বদ্ধতা দেখে প্রশংসা করেছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জীবনের ঝুঁকি নিয়ে তার কাজের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।
জানা যায়, দুদিন আগে গোদান এক্সপ্রেস মহারাষ্ট্রের তিতওয়লা থেকে খাড়াবলি স্টেশনে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। কোন এক যাত্রী নদীর ব্রিজের ওপর চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে দেন । একবারে শেষ বগিতে চেন টানার কোন নির্দিষ্ট কারণ খুঁজে পাননি ট্রেন চালকেরা। তারপরই নিজের জীবন বাজি রেখে সহকারী চালক সতীশ কুমার ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা ট্রেনের চেন পুল ব্রেক ঠিক করেন।
তার সাহসিকতাকে নেটিজনেরা কুর্নিশ জানিয়েছেন। এছাড়াও যাত্রীদের উদ্দেশ্যে ট্রেনের অযথা চেন না টানার বার্তাও দিয়েছেন নেটিজনেরা।