সৌমি ঘোষঃ কোল্ড ড্রিংকসের মধ্যে আস্ত একটা টিকটিকি! চুমুক দিতে গিয়ে আতঙ্কে ক্রেতা।
শহরের এক নামকরা রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ঐ ক্রেতা। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ শহরে।
আরও পড়ুন –
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- পোস্ট অফিসে চাকরি করতে গেলে আবেদন করুন ৫ দিনের মধ্যে
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
- সিভিল সার্ভিসের মেধাতালিকায় প্রথম ৪ এ মেয়েদের জয়জয়কার
- WBCS এর অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩১ তারিখ থেকে
সূত্রের খবর, রেস্টুরেন্টের বাইরের পরিসরে বসে কোল্ড ড্রিংকস খাচ্ছিলেন ভারগব জোশি নামে এক ক্রেতা। হঠাৎই পানীয়ের মধ্যে টিকটিকি দেখে রেস্টুরেন্টের ম্যানেজারকে তিনি বিষয়টি জানান। ম্যানেজার এই ঘটনাকে অস্বীকার করেন। খাদ্য দপ্তরে অভিযোগ জানানো হলে খাদ্য দপ্তরের অফিসাররা এসে আউটলেট টি সিল করে দেওয়া হয়, সংবাদ মাধ্যম কে জানিয়েছেন ভারগব জোশি নামে ওই ক্রেতা।
ঘটনাটি সংবাদ মাধ্যমের কাছে আসতেই আতঙ্কে ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। ক্রেতারা নামীদামী রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন তার উচ্চমান ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। কিন্তু এই ঘটনায় নামীদামী রেস্টুরেন্ট এর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে জনমানসে।