ওয়েব ডেস্কঃ সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ড্রোন কি করে ? বেশিরভাগ উত্তর আসবে ফটো তোলে। কিন্তু জানেন কি প্রযুক্তির দুনিয়ায় ড্রোন মানুষকে বাঁচাতেও পারে। স্পেনের একটি ঘটনায় বিজ্ঞানের আশীর্বাদের তেমনই পরিচয় ঘটল নেটদুনিয়ায়।
আরও পড়ুনঃ Urgent Recruitment: কর্মী নিয়োগ করছে এই ৫ টি সংস্থা
ঘটনা স্পেনের ভ্যালেন্সিয়ার সমুদ্র সৈকত। কয়েক সেকেন্ডের এই ভিডিও তে দেখা যাচ্ছে, জোয়ারের জল প্রতিমুহূর্তে আছড়ে পরছে সৈকতে। আর সেই ঢেউয়ের মাঝে অসহায়ভাবে আটকে পড়েছে বছর ১৪-র এক কিশোর। সাঁতরে পার করার আপ্রাণ চেষ্টা বারবার বিফল হচ্ছে। ডুবন্ত কিশোরকে উদ্ধার করতে ঘটনাস্থলে হাজির হয় লাইফগার্ড ড্রোন (Lifeguard Drone)।
ট্র্যাক করে কিশোরের কাছে হাজির হওয়ার পর ড্রোন থেকে ফেলে দেওয়া হয় হলুদ রঙা একটি ভেস্ট । যার সাহায্যে জলে ভেসে থাকে কিশোর। কিছুক্ষণের মধ্যেই উপকূল রক্ষী বাহিনীর নৌকা এসে উদ্ধার করে কিশোরকে। পুরো ঘটানাটাই ভিডিও রেকর্ড হয়েছে ড্রোন এর ক্যামেরায়।
এই লাইফগার্ড ড্রোন এর পরিচালক মিগুয়েল অ্যাঞ্জেল পেড্রেরো (Miguel Angel Pedrero) এর কথায়, এত বিশাল বড় বড় ঢেউয়ের মাঝে ঠিকঠাক ভাবে ভেস্ট ফেলা বেশ দুঃসাধ্য ছিল। শেষপর্যন্ত আমরা তা করতে সক্ষম হয়েছি।
আরও পড়ুনঃ ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে অগ্নিবীর নিয়োগ
জানা গেছে, সমুদ্র থেকে কিশোরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যেই সুস্থ করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ