সন্ত সামন্তঃ এবার বিশেষ সম্মানে সম্মানিত হচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (SunilGavaskar)। ইংল্যান্ডের লেসটার ক্রিকেট মাঠ তাঁর নামে নামাঙ্কিত হবে।
এই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটারের নামে ইংল্যান্ড বা ইউরোপের মাঠ নামাঙ্কিত হচ্ছে। এখন তিনি ইংল্যান্ডেই আছেন। এই খবর জানার পর সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান , “ আমি আনন্দিত এবং সম্মানিত যে আমার নামে লেসটারের ক্রিকেট মাঠ নামাঙ্কিত হচ্ছে। লেসটার শহরে প্রচুর সমর্থক রয়েছে, বিশেষ করে ভারতীয় ক্রিকেটের অনেক সমর্থক রয়েছে তাই এই নামকরন বেশ সম্মানের বিষয় ” ।
এর মধ্যেই স্টেডিয়ামের এক বড় দেওয়াল জুড়ে গাভাস্কারের ছবি আঁকা হয়েছে। সূত্রের খবর নিজের নামাঙ্কিত মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে তিনি ইংল্যান্ডে রয়েছেন।
উল্লেখ্য, গাভাস্কারের নামে মার্কিন মুলুকের কেন্টাকিতে একটি স্টেডিয়াম রয়েছে। পাশাপাশি তাঞ্জিনিয়ার জাঞ্জিবারেও লিটল মাস্টারের নামে একটি স্টেডিয়াম রয়েছে।