সুদীপ ঘোষঃ গুঞ্জন আগেও শুরু হয়েছিল, এবার এল সত্যতার সিলমোহর। আবার ব্যাট হাতে মাঠে নামতে চলেছেন মহারাজ। তাও আবার নিজের আঁতুড় ঘরের মাঠ ইডেন। ইডেনের ২২গজে আবার অধিনায়ক হিসেবে দাদাগিরি দেখাতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
এবছর লিজেন্ডস ক্রিকেট লিগে ব্যাট হাতে দাদাকে যে দেখা যাবে তা আগেই সবার সামনে এসেছিল। এবার জানা গেল তারিখ ও মাঠ। আগামী ১৬ই সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে আবার অধিনায়কত্ব করতে দেখা যাবে “প্রিন্স অফ কলকাতাকে”। ভারতের স্বাধীনতার ৭৫বর্ষপূর্তিতে “আজাদী কি অমৃত মহোৎসব” কর্মসূচির অংশ হিসাবে ক্রিকেটের নন্দন কাননে অনুষ্ঠিত হতে চলেছে লিজেন্ড ক্রিকেট লিগের ইন্ডিয়ান মহারাজা বনাম অবশিষ্ঠ বিশ্ব একাদশের প্রদর্শনী ম্যাচ।
ইন্ডিয়ান মহারাজা দলের অধিনায়কত্ব করবেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Saurav Ganguly)। তার দলে থাকছে বীরেন্দ্র সহবাগ, হরভজন সিং, ইরফান পাঠান ও শ্রীশন্তের মতো তার সময়কার একাধিক সতীর্থ। বিপক্ষ অবশিষ্ঠ বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন ইয়ন মরগান আর মরগানের দলে দেখা যাবে ব্রেটলি, ক্যালিস, জয়সূর্য, গিভসের মতো ক্রিকেটের একসময়ের নামী তারকারা।
প্রাক্তন সিএবি প্রেসিডেন্টের আবার ইডেনের মাটিতে অধিনায়কত্ব করার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। অনেকেই “গড অফ অফসাইড” কে আবার ইডেনের বুকে খেলতে দেখার খবরে নিজেদের হারানো দিনগুলি একদিনের জন্য আবার ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। ইডেনের সবুজ ঘাসে সৌরভের বাঁ হাতের ভেলকি দেখার খবরে পারদ চড়তে শুরু করেছে কলকাতা সহ বাংলার সমস্ত ক্রিকেট প্রেমীদের মনে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ