সুদীপ ঘোষঃ দুর্গাপুজো নয়, কোজাগরী লক্ষ্মীপুজোতেই মেতে উঠল হাওড়া জেলার বাগনান থেকে মাত্র ১৯ কিমি দূরে জয়পুর থানার খালনা। গত দুবছরের করোনা কালো অন্ধকার কাটিয়ে কোজাগরী চাঁদের আলোয় মেতে উঠেছে বাংলার লক্ষ্মীগ্রাম খালনা।
কলকাতার মতো এখানে বড় বড় বাজেটের থিমের লক্ষ্মীপুজো । সর্বজনীন ও বারোয়ারী নিয়ে মোট প্রায় ৫০০ টি পুজো হয় দামোদর, রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী ঘেরা খালনা গ্রামে।
খালনা আমরা সবাই ক্লাবের পুজোর থিম এবার করোনা। মণ্ডপ তৈরি হয়েছে কোভিড হাসপাতালের রূপে। ডাক্তার- নার্স সহ প্রথম সারির যোদ্ধাদের মহামারী যুদ্ধের ছবি ফুটে উঠেছে প্যান্ডেল জুড়ে। অন্যদিকে, কোহিনুর ক্লাবের থিম এবার – সরগরম। বর্তমান ও প্রয়াত বিখ্যাত গায়ক ও গায়িকাদের ছবি স্থান পেয়েছে থিমে। খালনা আমরা সকল কমিটির পুজোর থিমে ধরা দিয়েছে কৈলাশ। চারুমাতা লক্ষ্মী মন্দিরের পুজো এবার ১৫০ বছরে পা দিয়েছে। এই মন্দিরের প্রতিমাকে সাজানো হয়েছে ৮০ভরী সোনার গয়না দিয়ে।
খালনা গ্রামের কোজগরি লক্ষ্মীপুজোর সাথে জড়িয়ে ঐ অঞ্চলে মানুষের আবেগ, ইতিহাস ও ঐতিহ্য। হাজার হাজার মানুষের সমাগম এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে। দুর্গাপুজোর মতোই সারারাত জেগে চলে মানুষের পুজো পরিক্রমা। রাত যত বাড়ে তত মানুষের ঢল নামে রাস্তায়। শুধু হাওড়া জেলা নয়, পার্শ্ববর্তী মেদিনীপুর, হুগলি, চব্বিশ পরগনা , এমনকি কলকাতা থেকেও অনেক মানুষ ছুটে আসেন খালনা গ্রামের লক্ষ্মীপুজো দেখতে। গ্রামের প্রান্তে তিন দিন ধরে বসে মেলা।
খালনা গ্রামের সাথে তাল মিলিয়েই পার্শ্ববর্তী জোকা গ্রামেও শুরু হয়েছে জাঁকজমক পূর্ণ লক্ষ্মীপুজো। কিন্তু খালনা গ্রামের লক্ষ্মীপজোতে আছে ইতিহাস। বহু বছর আগে এই গ্রামের ব্যবসা- বাণিজ্যের বণিকেরা লক্ষ্মীপুজো শুরু করে । পরে তাদের সাথে যোগ দেয় গ্রামের কৃষকরা। কৃষি ও বাণিজ্যের দেবী রূপেই এই লক্ষ্মী গ্রামে পুজিত হয়ে আসছেন দেবী চপলা। তার সাথেই মিশেছে ক্লাব বা কমিটি গুলির থিমের প্রতিযোগিতা।
এই লক্ষ্মীপুজোকে কেন্দ্র করেই পুলিশ প্রশাসনের চরম ব্যস্ততা গোটা বাগনান সহ গ্রামীণ হাওড়া পুলিশ জেলা জুড়ে। হাজার হাজার মানুষের ভীড় সামাল দিতে কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে হাওড়া গ্রামীণ পুলিশ ও জেল প্রশাসনকে। তিন দিন ধরে চলছে এই লক্ষ্মীপুজোর উৎসব। জাতি, বর্ন ও ধর্ম নির্বিশেষে এই পুজোতে মানুষের অংশগ্রহনই এই খালনা গ্রামকে বাংলার লক্ষ্মী গ্রাম রূপে পরিচিতি দিয়েছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ