সন্তু সামন্তঃ সালটা ১৯৯৩। আর তারিখ ২১ জুলাই (21 july)। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি। তখন রাজ্যের ক্ষমতায় বাম সরকার। আর মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu)। অভিযোগ তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এর ডাকে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মারা যান ১৩ জন যুবকংগ্রেস কর্মী।
শুরু হয় রাজনৈতিক তরজা। পরের বছর থেকেই যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এর উদ্যোগে শুরু হয় শহীদ দিবস পালন। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রতিবছর ২১ জুলাই এর শহীদ দিবস পালন করতে ভোলেননি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেদিনের ঘটনার ২৯ বছর অতিক্রান্ত। আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর ডাকে সারা পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ মানুষ আজকের দিনে জমায়েত হন ।
সূত্রের খবর সকাল ৯ টা তেই কয়েক লক্ষ মানুষ সারা বাংলা থেকে বাস, ট্রেন এমনকি জলপথে ও কলকাতায় এসেছেন।
শোনা যাচ্ছে আজকে বেশ কিছু চমক অপেক্ষা করে আছে। হয়ত বিরোধী পক্ষের কিছু নেতা নেত্রী আজ মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে তৃণমূলে যোগদান করতে পারেন। আজ একুশের মঞ্চে আগামীর কি বার্তা দেন দলনেত্রী সেদিকেই তাকিয়ে তৃণমূল কর্মীরা।