অধ্যায় সাহাঃ প্রতিবছরের মত এ বছরও ঘোষণা হল কলকাতা বইমেলার (Kolkata Book Fair 2023)। আগামী ৩০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি সেন্ট্রাল পার্ক প্রাঙ্গনে থাকবে দেশি বিদেশি বইয়ের সম্ভার। বইপ্রেমী মানুষের আবেগের সঙ্গে জড়িত আন্তর্জাতিক কলকাতা বইমেলার এটি ৪৬ তম বর্ষ।
আরও পড়ুনঃ ট্রেলারেই টান টান উত্তেজনা! রহস্যের মায়াজালে ফেলুদা
বই শুধু জ্ঞানের আধার নয়, বইপ্রেমী মানুষদের মুক্তির পথ , ছুটির দিনের একটা পারফেক্ট সঙ্গী। আর কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুধু মেলা নয় , এ এক মিলন ক্ষেত্র। উল্লেখ্য, এবারের বই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছর দ্বিতীয়বারের মত বইমেলার ফোকাল থিম কান্ট্রি হতে চলেছে স্পেন। এর আগে পর পর ২ বার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। শিল্পী শুভাপ্রসন্ন আঁকলেন মেলার লোগো। ভারতীয় উপকরণ দিয়ে, সম্পূর্ণ পরিবেশ বান্ধব, স্পেনের বিশেষ প্যাভিলিয়ন তৈরি হবে।
স্পেনের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ প্রাচীন। কিন্তু এর পূর্বে স্পেন কলকাতা বইমেলা (Kolkata Book Fair) থেকে গর্বের সঙ্গে যা যা অর্জন করেছে শুধু তার জন্য এই মেলায় যোগদান করা নয় । পরিবর্তে , বাংলা থেকে কিছু শিখতে পারাই এই মেলায় যোগদান করার উদ্দেশ্যে । এমনটাই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন স্পেনের রাষ্ট্রদূত জোসে মারিয়া রিডাও ডেমিংগেজ।
জাতি ধর্ম নির্বিশেষে কলকাতাসহ ভিন্ন জায়গা থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় জমায় বিভিন্ন বইয়ের স্টলে। সে কথা মাথায় রেখেই আগের বছর মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেন্ট্রাল পার্ক কে “বইমেলা প্রাঙ্গণ” হিসেবে ঘোষণা করা হয়। গত বছর মহামারী কাটিয়ে ওঠার পর, ২২ লক্ষ বইপ্রেমী মানুষের আগমনে ২৩ কোটি টাকার বই বিক্রি হয়ে ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছিল। সাবধানতা অবলম্বন করেই মোট স্টল ছিল ৫৭০ টি।
এ বছর শিয়ালদা-করুণাময়ী মেট্রো চালু হওয়ার কারণে আগের বছরের রেকর্ড ভাঙার আশায় গিল্ড। তাই স্টল সংখ্যাও বাড়তে পারে। এবছর বইমেলায় কয়েকশো বই ও লিটিল ম্যাগাজিনের স্টলের পাশাপাশি মুক্ত মঞ্চে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। গতবারের মত এবারও এই মেলা দেখা যাবে ভার্চুয়ালি।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ |