সঞ্জয় বৈরাগী: দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ‘উদয় উমেশ ললিত ‘ (Uday Umesh Lalit)। বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানার উপস্থিতিতে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও।
তবে প্রধান বিচারপতি হিসাবে ললিত বেশিদিন থাকতে পারবেন না। মাত্র আড়াই মাসের মতো তিনি এই পদে থাকবেন। চলতি বছরের ৮ নভেম্বর তার ৬৫ বছর পূর্ণ হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সে প্রধান বিচারপতি পদে থাকা যায় না। তাই আড়াই মাস পর দেশ পাবে ৫০ তম প্রধান বিচারপতি।
আরও পড়ুন – এলো জয়, আবার কবে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
প্রসঙ্গত, ১৯৮৩ সালের জুন মাস থেকে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন ললিত (Uday Umesh Lalit)। বোম্বে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টেও তিনি প্র্যাকটিস করেন। ২০১৪ সালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে আইনজীবী থেকে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি এবং ২০২২ এ দেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। এর আগে ১৯৬৪ সালে এস এম সিক্রি আইনজীবী থেকে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি হয়ে একেবারে দেশের প্রধান বিচারপতি হয়ে অবসর গ্রহণ করেছিলেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ