ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা (N.V. Ramana) এর অবসরের পর ভারতের ৪৯তম প্রধান বিচারপতি হতে চলেছেন উদয় উমেশ ললিত ললিত (U.U. Latit)।
বিচারপতি ইউ ইউ ললিত তিন তালাক সহ বেশ কয়েকটি যুগান্তকারী রায়ের সাথে যুক্ত ছিলেন। তিনি এখন সুপ্রিম কোর্টের সবথেকে সিনিয়র বিচারক। প্রধান বিচারপতি এন ভি রামানা ২৬শে আগস্ট ২০২২ এ অবসর নেবেন। ইউ ইউ ললিত ২৭শে আগস্ট ২০২২ থেকে ৮ই নভেম্বর ২০২২ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন।
তিনি ভারতের দ্বিতীয় বিচারপতি যিনি বার কাউন্সিল থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বেঞ্চে উন্নীত হবেন। প্রথম ছিলেন ভারতের ১৩ তম প্রধান বিচারপতি এস এম সিকরি। তিনি ১৯৭১ সালে বার কাউন্সিল থেকে সরাসরি নিযুক্ত হয়েছিলেন।
প্রসঙ্গত বর্তমানে সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি ও ৩০জন বিচারপতি আছেন।
Hon’ble Chief Justice Of India
- Hon’ble Mr. Justice N.V. Ramana
Hon’ble Judges
- Hon’ble Mr. Justice Uday Umesh Lalit
- D.Y. Chandrachud
- Sanjay Kishan Kaul
- S. Abdul Nazeer
- Indira Banerjee
- K.M. Joseph
- Hemant Gupta
- Mukeshkumar Rasikbhai Shah
- Ajay Rastogi
- Dinesh Maheshwari
- Sanjiv Khanna
- Bhushan Ramkrishna Gavai
- Surya Kant
- Aniruddha Bose
- Ajjikuttira Somaiah Bopanna
- Krishna Murari
- S. Ravindra Bhat
- V. Ramasubramanian
- Hrishikesh Roy
- Abhay.S. Oka
- Vikram Nath
- J.K. Maheshwari
- Hima Kohli
- B.V. Nagarathna
- C.T. Ravikumar
- M.M. Sundresh
- Bela M. Trivedi
- Pamidighantam Sri Narasimha
- Sudhanshu Dhulia
- J.B. PARDIWALA
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ