সুদীপ ঘোষঃ প্রকাশিত হল সারা ভারত শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং । প্রথম দশে জায়গা করে নিল রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়। সারা দেশের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে চতুর্থ স্থান আর অষ্টম স্থান অধিকার করেছে যথাক্রমে রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ও কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)।
এই বিভাগের তালিকায় প্রথমে আছে আই. আই. এস. সি ব্যাঙ্গালোর , দ্বিতীয় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থান পেয়েছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। সেই সূত্রেই, আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রথম হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয় । এই র্যাঙ্ক প্রকাশিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিনন্দন জানান।
আজ সকালে ন্যাশনাল ইনস্টিটিউট রাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) প্রকাশ করেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মোট ১১ টি বিভাগে রাঙ্ক প্রকাশিত করা হয়। সারা দেশের সেরা কলেজ গুলির তালিকাতেও প্রথম দশে স্থান করে নিয়েছে কলকাতার সেন্ট জার্ভিয়াস কলেজ। কলকাতার শতাব্দী প্রাচীন এই কলেজের স্থান অষ্টম, এই তালিকায় প্রথমে আছে মিরান্ডা হাউস।
ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তালিকায় রাজ্যের আই. আই. টি খড়গপুরের (IIT Kharagpur) স্থান পঞ্চম। এই তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে আই. আই. টি মাদ্রাস। ম্যানেজমেন্ট বিভাগে রাজ্যের আরও এক কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আই. আই.এম কলকাতার (IIM Kolkata) স্থান সারা দেশে চতুর্থ। এই বিভাগে সেরার স্থান জিতে নিয়েছে আই. আই.এম আমোদাবাদ। বিভিন্ন স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে ।