অনিক দত্তঃ- মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি ঘোষণা করেছে তারা এবার গাঁটছড়া বাঁধতে চলেছে সরকারি প্রকল্প সিএসসি গ্রামীণ ই স্টোরের সঙ্গে।
সংবাদ সংস্থা সূত্রে খবর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি বাজেট ফ্রেন্ডলি গাড়ি লঞ্চ করেছে যা মূলত কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারেন সাধারণ মানুষ।
কোম্পানির মুখপাত্র জানিয়েছেন যে মানুষ তার কাছের সি এস সি গ্রামীণ ই স্টোরে গিয়ে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির এই গাড়িগুলি সম্পর্কে খোঁজ নিতে পারেন। তারা এই গাড়ি গুলির নাম দিয়েছে মাহিন্দ্রা এসসিভি রেঞ্জ, সুপ্র অ্যান্ড জিতো।
গ্রামীণ ই স্টোরের সঙ্গে গাঁটছড়া বাঁধার ফলে কোম্পানির ম্যান টু ম্যান টাচ পয়েন্ট প্রায় গোটা ভারতবর্ষের সাত লক্ষ গ্রামে ছড়িয়ে পড়বে। ফলে এই ই স্টোর গুলির মাধ্যমে মানুষ যেমন গাড়ি গুলি সম্পর্কে জানতে পারবে ,খুঁটিনাটি খোঁজ নিতে পারবে তেমন থাকছে টেস্ট ড্রাইভ নেওয়ার সুযোগ। এই পুরো প্রক্রিয়া টি হবে অনলাইনে।
তাদের এই গাড়ি গুলি সম্পর্কে বলতে গিয়ে এদিন তিনি বলেছেন মাহিন্দ্রা সুপ্র ট্রাক যেটি মানুষের বাজেটের মধ্যেই এবং খুব শক্তিশালী গাড়ি, যার মাইলেজ খুব বেশি। ব্যবসায়ী কে লাভ দিতে সক্ষম এই ট্রাক।
উল্লেখ্য এই ট্রাক ডিজেল এবং সি এন জি দুটিতেই চলতে সক্ষম। মাহিন্দ্রা জিতো ট্রাক যেটি কোম্পানি প্রথম লঞ্চ করেছিল ২০১৫ সালে । এটির ধারণ ক্ষমতা দুই টনের অধিক। এটি শক্তিশালী এবং ডিজেলের সঙ্গে সঙ্গে সি এন জি ও গ্যাসোলিনে চলতে সক্ষম। ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজেটের মধ্যে এটি নিয়ে খুব সহজেই লাভের মুখ দেখতে পারেন।
অমিত সাগর (বিজনেস হেড ,মাহিন্দ্রা এস ইউ ভি) জানিয়েছেন “এই প্রয়াস শুধুমাত্র গাড়ি বিক্রি নয় এটির মাধ্যমে কাস্টমারের সঙ্গে খুব গভীর ভাবে তারা সম্পর্ক রাখতে পারবেন যা দুই প্রান্তের জন্য উপকারী “।