সুদীপ ঘোষ: ছোট থেকেই রাস্তায় ফুল বিক্রি করেছেন, কিন্তু এবার মার্কিন মুলুকে গবেষণার ফুল ফোটাতে চলেছেন সরিতা মালি।
আরও পড়ুন-
- বিভিন্ন সংস্থায় একাধিক পদে নিয়োগ , এখনই আবেদন করুন
- ব্রেকিং নিউজঃ ৮৩৫ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ, দেখে নিন একনজরে
- বিনামুল্যে নার্সিং শিখে সেনাবাহিনী তে চাকরির সুযোগ
- কোচিন শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে গবেষণার কাজের সুযোগ পেয়েছেন সরিতা। বর্তমানে জে.এন.ইউ- এর ভারতীয় ভাষা কেন্দ্রে হিন্দি সাহিত্যে পি. এইচ. ডি গবেষণা পত্র জমা দিয়েছেন তিনি। খুব শ্রীঘ্রই মার্কিন দেশের উদ্দেশ্যে উড়ে যাবেন ২৮ বছরের এই তরুণী। পড়ুয়ার এই সাফল্যে জে. এন. ইউ জুড়ে এখন খুশির হাওয়া।
গণেশ চতুর্থী থেকে দশেরা বা অন্য কোন উৎসবে স্কুল থেকে ফিরেই বাবার দোকানে বসা আর রাতে নিজের পড়াশুনা এই ছিল তার রোজকার রুটিন। অভাবের মধ্যেই লড়াই করে সুযোগ করে নিয়েছিলেন দেশে অন্যতম সেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। তারপর সেখান থেকেই একের পর এক সাফল্য।
অভাবকে সঙ্গে নিয়ে সরিতার এই সাফল্যের সংগ্রাম এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। নেটিজনেরা মজেছে তার এই লড়াই ও সাফল্যের গল্পে। সমবয়সী ও পরবর্তী প্রজন্মের অনেকের কাছেই উদাহরণ এখন সরিতা মালি।