সন্তু সামন্তঃ এই বছর দীপাবলির আগেই কলকাতা সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে লঞ্চ হতে চলেছে 5G পরিষেবা। এমনকি আগামী বছরের মধ্যে সারা দেশেই পাওয়া যাবে 5G পরিষেবা (Jio5G)। আজ রিলায়েন্সের (Reliance) বার্ষিক সাধারণ সভায় এমনটাই ঘোষণা করলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি (MukeshAmbani)।
সূত্রের খবর, 5G র লেটেস্ট ভার্সন ‘standalone 5G’ পরিষেবা দেবে জিও। এর জন্য 5G পরিকাঠামোয় প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচ করেছে রিলায়েন্স জিও। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক প্রেস মিটে জানিয়েছিলেন এই বছর অক্টোবরের মধ্যেই দেশে ৫ জি পরিষেবা লঞ্চ হবে।
জিওর নিজস্ব অনলাইন প্লাটফর্ম জিওমিট ছাড়াও মেটাভারস এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্লাটফর্মে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা সরাসরি সম্প্রসারিত হচ্ছে। বিশ্বের মধ্যে সম্ভবত এই প্রথম কোনও কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে মেটাভারস এবং সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ৫জি স্পেকট্রাম বিলিতেও অংশ নিতে দেখা গেছে রিলায়েন্স জিওকে। জিও ছাড়াও ৫জি স্পেকট্রাম বিলিতে অংশ নিয়েছিল এয়ারটেল, ভোডাফোন এবং আদানি গ্রুপ এর মত কর্পোরেট সংস্থা। ।
প্রসঙ্গত, আজ থেকে ৬ বছর আগে রিলায়েন্স এর পক্ষ থেকে ৪জি পরিষেবা লঞ্চ করা হয়েছিল। লঞ্চ করেই বেশ কিছুদিন সমস্ত গ্রাহককে ফ্রি ডেটা সার্ভিস প্রদান করেছিল জিও ৪ জি। এবার ৫জি র ক্ষেত্রেও তেমনটা হয় কিনা সেদিকেই তাকিয়ে নেটনাগরিক।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ