সঞ্জয় বৈরাগীঃ রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কের্চ সেতুতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ইউক্রেন (Ukraine)। বদলা নিতে ক্রমাগত আক্রমণ বাড়াচ্ছে রাশিয়া। ইতিমধ্যে রাজধানী কিভ-সহ ইউক্রেনের একাধিক শহরে মিসাইল হামলা চালিয়েছে মস্কো।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় ৭৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের একাধিক শহরে ক্রমাগত হামলা চালিয়েছে রাশিয়া। গত কয়েক মাসে ইউক্রেন এত বড় হামলার সম্মুখীন হয়নি বলেই মনে করা হচ্ছে। এদিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংস হয়েছে একাধিক নির্মাণ, রাস্তা-ঘাট এছাড়াও অহতের সংখ্যা প্রায় ৬৪।
এদিকে, রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেটিতে বলা হয়েছে, সেখানে বসবাসকারী সকল ভারতীয় নাগরিক যাতে প্রয়োজন ছাড়া ইউক্রেনে কোথাও যাতায়াত না করে। সেই বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘”ইউক্রেনের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সমস্ত নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে। এছাড়াও ভারতীয় দূতাবাসে তাঁরা যেন তাদের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে রাখে। যাতে প্রয়োজন পড়লে দূতাবাস তাঁদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।’”
অন্যদিকে,ইউক্রেনের কিভে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “সংঘর্ষ যেভাবে শুরু হয়েছে, তা অত্যন্ত উদ্বেগের। সংঘর্ষ চললে কোনও দেশেরই কোনও লাভ হবে না।” কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজতে হবে বলে ফের একবার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি রাষ্ট্রসংঘের চার্টার আইন মেনে চলার কথাও বলেছে বিদেশমন্ত্রক।
উল্লেখ্য, রণাঙ্গনে বহু রুশ সেনার মৃত্যু এবং সম্প্রতি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট।তাই দ্রুত পরিস্থিতির মোড় ঘোরাতে রাশিয়া যে কোনো সময় নিষিদ্ধ ক্লাস্টার বোমাসহ হাইপারসনিক মিসাইল এর মুহুর্মুহু ব্যবহার করতে পারে বলেও মনে করা হচ্ছে।
Indian Embassy in Ukraine issues advisory to Indian nationals in view of the current escalation of hostilities |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ