স্নিগ্ধা হালদারঃ ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (DefenceMinistry, India) নাকি বিশ্বের বৃহত্তম নিয়োগকর্তা অন্তত এমনটাই দাবি করেছে ‘স্ট্যাটিস্টা ‘ (STATISTA)।
স্ট্যাটিস্টা একটি প্রতিবেদনে জানিয়েছে , ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ২.৯২ মিলিয়ন মানুষ নিযুক্ত। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের সামরিক , সংরক্ষিত এবং বেসামরিক কর্মী ।
ভারতের পর দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এখানে নিযুক্তের সংখ্যা ২.৯১ মিলিয়ন । এরপর রয়েছে চীন। যদিও চীনের পিপল লিবারেশন আর্মি বেসামরিক পদগুলিকে প্রতিরক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করে না । তাও প্রায় ২.৫ মিলিয়ন মানুষ নিযুক্ত রয়েছে এই বাহিনী তে।
স্ট্যাটিস্টা হলো একটি জার্মানি প্রাইভেট সংস্থা যা বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ে তথ্য ও পরিসংখ্যান সরবরাহ করে।
প্রসঙ্গত, SIPRI এর রিপোর্টে বলা হয়েছে ভারতের সামরিক ব্যয় ৭৬.৬ বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের তৃতীয় বৃহত্তম।
| India’s DefenceMinistry is world’s biggest employer: Statista |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ