সুদীপ ঘোষঃ মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলার, চরম বিপদের মুখে পরে মৎস্যজীবীরা। বিপদসংকুল মৎস্যজীবীদের উদ্ধার করে প্রাণ বাঁচাল কোস্ট কার্ড বাহিনী (IndiaCoastGuard)। ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) ত্রিচুর ও আলেপ্পির নিকট।
জানা যায়, কেরালার কোস্ট গার্ডের দপ্তর গতকাল আজিকর আই. জি কোস্টাল থানার তরফে মাঝ সমুদ্রে একটি মৎস্যজীবীদের নৌকা বিপদের মুখে পড়ার খবর পায়। খবর পাওয়া মতো কোস্ট গার্ড বাহিনী তাদের উন্নত প্রযুক্তির পেট্রোল ভেসেল আর্নভেস নিয়ে দুর্ঘটনা গ্রস্ত ঐ রাশিদা মল নামক মৎস্যজীবীদের নৌকার কাছে পৌঁছায়।
ঘটনা স্থলে পৌঁছে উপকূল রক্ষীবাহিনী নিজের দক্ষতায় উত্তাল সমুদ্র ও প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের মাঝে ঐ বিকল হওয়া নৌকা থেকে ৫ জন মৎস্যজীবীদের উদ্ধার করেন। উদ্ধার করা মৎস্যজীবীদের তীরে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর তারা সকলেই সুস্থ আছে। কোস্ট গার্ডের এই বীরত্বের খবরে প্রশংসা ছড়িয়ে পড়ে চারিদিকে। তাদের উদ্ধার কার্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ