সঞ্জয় বৈরাগীঃ উপকূল রক্ষী বাহিনীর মূল কাজই হল নিজের দেশের উপকূল রক্ষা করা। তবে প্রয়োজনে উদ্ধারকার্যেও সহযোগিতা করে উপকূল রক্ষী বাহিনী। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময়। গতকাল বাংলাদেশি মৎস্যজীবীদের প্রতিকুল পরিস্থিতি থেকে উদ্ধার করে কার্যত মানবিক দিকের নজির সৃষ্টি করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard)।
আরও পড়ুনঃ কোর্স করিয়ে চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় নৌসেনা
গত সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গ- বাংলাদেশ এর উপকূল অঞ্চলে আবহাওয়ার সতর্কবার্তা ছিল। ১৯-২০ তারিখ নিম্নচাপ এর কারণে ঘূর্ণি ঝড়ের আশঙ্কা ছিল। আর এর মধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে গত রবিবার ঘূর্ণি ঝড়ের কবলে পরে বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবী(Bangladeshi fishermen)। উত্তাল সমুদ্রে তাদের নৌকা ভেসে যায়। প্রায় ২৪ ঘণ্টা জলে ভেসে থাকেন মৎস্যজীবীরা। এমতাবস্থায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় উদ্ধার করা সম্ভব হয় মৎস্যজীবীদের।
সীমান্ত চুক্তি অনুযায়ী, উদ্ধার করা বাংলাদেশি মৎস্যজীবীদের তুলে দেওয়া হয় বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে। এমন প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মানবিকতাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ