সুদীপ ঘোষঃ তখনও মাঝ সমুদ্রে চোখ রাঙাচ্ছে সাইক্লোন অশনি। এদিকে উপকূলে দুর্ঘটনার মুখে মৎস্যজীবীদের নৌকা, দেব দূতের মতো উদ্ধার কার্যে এগিয়ে এল উপকূল রক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছে ওড়িশা উপকূলের গোপালপুরের নিকট সোনাপুর সমুদ্র সৈকতে।
জানা যায়, অশনি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে বিশাখাপত্তনম থেকে ১১ জন মৎস্যজীবীদের নিয়ে ফিরছিল নৌকাটি। কিন্তু তীরে পৌঁছানোর আগেই সাইক্লোনের ঝড়ো হাওয়া ও ঢেউয়ের দাপটে উল্টে যাওয়ার সম্মুখীন হয়েছিল নৌকা টি । এরই সঙ্গে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় ও নৌকাতে জল ঢুকতে শুরু করে।
চরম বিপদের সম্মুখীন নৌকাটিকে দেখে ওড়িশার গঞ্জাম জেলার কালেক্টটারের অফিস থেকে যোগাযোগ করা হয় কোস্ট গার্ডের অফিসে। তৎক্ষণাৎ হেলিকপ্টার নিয়ে দেবদূতের মতো উদ্ধার কার্যে উপস্থিত হয় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা।
নিজেদের দক্ষতার ওপর ভর করেই ঐ বিপদ সংকুল নৌকা থেকে ১১জন মৎস্যজীবীদেরই উদ্ধার করে নিরাপদে সৈকতে ফিরিয়ে আনা হয়। প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়ার পর জানা যায় তারা সকলেই সুস্থ আছেন।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এইরূপ দুঃসাহসিক উদ্ধার কার্যের ভিডিও মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে। দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজে টুইটারে কোস্ট গার্ডের পোস্ট শেয়ার করে প্রশংসা করেছেন। দুর্যোগের সময় উপকূল রক্ষী বাহিনীর সাহায্যেকে কুর্নিশ জানিয়েছে নেটিজনেরা।