বরুণ মুখোপাধ্যায়ঃ দর্শকে ঠাসা চিন্নাস্বামী স্টেডিয়ামে কার্যত জল ঢেলে দিলেন বরুণদেব। বৃষ্টির কারনে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়ের পঞ্চম ম্যাচ। সিরিজ়ের ভাগ্য নির্ধারক খেলা অমীমাংসিত রয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ২-২ ফলাফলেই সন্তুষ্ট থাকতে হল দু’টি দলকেই।
আরও পড়ুনঃ
- সুপ্রিম কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- সরকারি দপ্তর গুলিতে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ
- যোগ্যতা থাকলেই কাজের সুযোগ
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
পাঁচ ম্যাচের এই সিরিজ়ে কোনোটিতেই টসে জিততে পারেনি ভারত। খেলার ফলাফলে প্রথমে পিছিয়ে গেলেও পরে পর পর ২ টি জয়ে সমতা ফেরে। রবিবারে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জয়লাভ করে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। চোটের কারণে টেম্বা বাভুমা ছিলেন বাইরে । ব্যাট করতে নেমে ঋষভ পন্থের নেতৃত্বাধীন ভারত মাত্র ৩.৩ ওভার খেলার সুযোগ পায়। এরপরই শুরু হয় বৃষ্টি। এই সময়ের মধ্যে দুই উইকেট হারিয়ে ভারতের সংগ্রহে ছিল ২৮ রান।
রাত ১০:০২ মিনিটে খেলা পুনরায় আরম্ভ হবে এবং সেক্ষেত্রে দু’টি দল পাঁচ ওভার করে খেলার সুযোগ পাবে বলে জানানো হলেও বৃষ্টির কারণে তা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল —ঘোষণা করা হয়। যুগ্ম বিজয়ী হিসাবে দু’টি দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় সিরিজ়ের ট্রফি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার।
প্রসঙ্গত, ভারতের পরবর্তী খেলা ২৬ ও ২৮ জুন। জানা গেছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল।