সন্তু সামন্তঃ দীর্ঘ ৬ বছর পর মুখোমুখি দেখা হতে চলেছে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর। মাঝে আর মাত্র ২ মাস। তারপরই উজবেকিস্তানে সাংহাই কো অপারেশনের (SCO Summit) বার্ষিক সম্মেলনে দেখা হবে নরেন্দ্র মোদী ও শাহবাজ শরিফের।
দীর্ঘ দিন পর কোনও এক সম্মেলনে এক ছাদের তলায় দুই দেশের প্রধানের দেখা হবে। সেক্ষেত্রে ভারত পাক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। ২০১৬ সালে পাঠানকোট সন্ত্রাসবাদী হামলার পর থেকে দুই দেশের মধ্যে কোনও আন্তর্জাতিক স্তরের বৈঠক হয়নি। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সময়কালে কোনও বৈঠকই হয়নি।
তবে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর টুইটারে শুভেচ্ছা বিনিময় করেছিলেন মোদী। এমনিতে শরিফ পরিবারের সঙ্গে মোদীর সম্পর্ক মোটামুটি ভালই বলা চলে। মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় বর্তমান প্রধানমন্ত্রী সেহবাজ শরিফের দাদা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আমন্ত্রিত হয়েছিলেন।
সূত্রের খবর, এখনও পর্যন্ত দুই দেশের তরফে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব আসেনি। যদিও সাংহাই কো অপারেশনের (SCO Summit) বার্ষিক সম্মেলন এখনও ২ মাস বাকি। তাই দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।