সঞ্জয় বৈরাগীঃ চলতি টি-২০বিশ্বকাপে একই গ্রুপ থেকে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারত ও পাকিস্তান। আর এই আবহে শুধু উপমহাদেশীয় ক্রিকেটপ্রেমীরাই নন বরং সারা ক্রিকেটবিশ্বই ফাইনালে দেখতে চাইছে ভারত-পাকিস্তানের লড়াই, কিন্তু তেমনটা মোটেও চান না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
প্রসঙ্গত,পাকিস্তান যদি সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং ভারত যদি শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডকে পরাজিত করে, তবে চলতি বিশ্বকাপের ফাইনালে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ লড়াইয়ের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।তবে, ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ শুধু ক্রিকেটপ্রেমীদের কাছেই উপভোগ্য বিষয় এমনটা নয়, বরং আইসিসি তথা আয়োজকদের কাছেও বাণিজ্যিক দিক দিয়ে লাভজনক।
অপরদিকে, ভারতকে শক্তিশালী দল হিসেবে সমীহ করলেও সেমিফাইনালের লড়াইয়ে বিন্দুমাত্র জমি ছাড়তে রাজি নন ইংল্যান্ড অধিনায়ক। সেকারণেই ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে এক সাংবাদিক সম্মলনে ইংল্যান্ড অধিনায়ক বাটলারের কাছে জানতে চাওয়া হয় যে, ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা ভেস্তে দেওয়ার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী।
এর উত্তরে ব্রিটিশ দলনায়ক স্পষ্ট ভাষায় জানান যে “আমরা অবশ্যই ভারত-পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চাইব না। সুতরাং,এটা নিশ্চিত করার চেষ্টা করব যাতে ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ না হয়।”
উল্লেখ্য, চলতি টি-২০বিশ্বকাপে এই প্রথম বার মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড।ক্রিকেট বিশেষজ্ঞদের মতে,এই হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের চেয়ে মনোবলের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে ভারত।