বরুণ মুখোপাধ্যায়: করোনার জন্য ২৬ মাস বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা।পূর্ব রেলওয়ে সূত্রে জানানো হয়েছে যে, চলতি মাসের ২৯ তারিখ কলকাতা(চিৎপুর) থেকে বাংলাদেশের খুলনার উদ্দেশে বন্ধন এক্সপ্রেস তার যাত্রা শুরু করবে এবং ৩১ মে থেকে পুনরায় চালু হবে কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস। রেল সূত্রে আরও জানা গেছে যে, আগের সূচি অনুযায়ীই চলবে দু’টি ট্রেন। সপ্তাহে পাঁচদিন চলবে মৈত্রী এক্সপ্রেস ও দু’দিন চলবে বন্ধন এক্সপ্রেস।
আরও পড়ুন-
- এখন চাকরি পাবেন আপনিও
- ব্রেকিং নিউজ – ICDS এর ইন্টারভিউ শুরু ২৫ জুলাই থেকে
- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে শিক্ষক নিয়োগ
- কলকাতার বিচার ভবনে ক্লার্ক নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের ভূমিকা উল্লেখযোগ্য। ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করে এবং বন্ধন এক্সপ্রেস শুরু করে ২০১৭ সালের ৯ নভেম্বর। দু’টি ট্রেনেই মোট ১০টি করে কোচ থাকবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই দু’টি ট্রেনের বুকিং শুরু হয়ে গেছে।
বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস—এই ট্রেন দু’টি ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ রাখতে ২০২১ সালের ২৭ মার্চ থেকে চলাচল করছে তৃতীয় একটি ট্রেন— মিতালী এক্সপ্রেস। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত চলে। ১ জুন থেকে তা পুনরায় চলবে বলে জানা গেছে।
ভারত-বাংলাদেশের এই রেল যোগাযোগের ক্ষেত্রে আপনার মতামত কী হতে পারে তা নীচের কমেন্ট বক্সে লিখে জানান।
এই রেল পরিষেবা দুই দেশের যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।