ইন্দ্রাণী লাহাঃ- গায়িকা তো হল, এবার অভিনেত্রী, তার উপর আবার মনরোগ বিশেষজ্ঞ – হ্যাঁ এমনই রুপ দেখা যাবে এবার ইমন চক্রবর্তীর।
প্লেব্যাক গেয়ে জাতীয় পুরস্কার পাওয়ার পর প্রথম বার ওয়েব সিরিজের জগতে ইমন চক্রবর্তীর পদার্পণ। দেবাশিস সেনশর্মা ওরফে মিকি পরিচালিত ‘মিল্কিওয়ে ফিল্মস’ প্রযোজিত পাঁচ পর্বের ‘শব চরিত্র’ ওয়েব সিরিজটি এই বছরই মার্চ মাসে ‘ক্লিক’ ও.টি.টি তে স্ট্রিম করবে।
মানুষের জীবনকে কলমের ডগায় তুলে ধরতে গিয়ে মানুষের ব্যাক্তিগত জীবনে আড়ি পাততে থাকে কলকাতার বিভিন্ন প্রান্তে প্লট এর খোঁজে ঘুরে বেড়ানো এক লেখক। এভাবেই শুরু হয় “শব চরিত্র” এর গল্প। কিন্তু দূর্ভাগ্যক্রমে গল্পের প্লটের খাতিরে যার সাথেই কথা হয় তার, একের পর এক তাদেরই খুন হতে থাকে। প্রথমে বোঝা না গেলেও পরে তা পুলিশের নজরে আসে। এভাবেই জমে ওঠে গল্পের রহস্য।
গল্প লেখক তথা মুখ্য চরিত্রে অনির্বাণ চক্রবর্তী (লেখক অবিনাশ মিত্র) । এছাড়া পুলিশের চরিত্রে যুধাজিত সরকার, অবিনাশের স্ত্রী সীমার চরিত্রে অঙ্কিতা মাঝি, প্রেমিকার চরিত্রে তুলিকা, সাংবাদিক বন্ধু রানা বসুঠাকুর কে দেখা যাবে। আর মনোরোগ বিশেষজ্ঞা মৃণালিনী হলেন ইমন চক্রবর্তী। আর সাথের উপরি পাওনা অঙ্কের মাস্টার কে. সি. নাগ, ভূমিকায় পরান বন্দোপাধ্যায়।