ওয়েব ডেস্কঃ মাঙ্কিপক্স ভাইরাসের ভ্যাকসিন (MonkeyPoxVaccine) কি এবার ভারত তৈরি করবে ? কেন্দ্রের পক্ষ থেকে তেমনই তোড়জোড় চলছে। মাঙ্কিপক্স ভাইরাস এর ভ্যাকসিন তৈরির জন্য কেন্দ্রের পক্ষ থেকে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) বা আগ্রহপত্র ঘোষণা করেছে কেন্দ্র। অভিজ্ঞ ভ্যাকসিন প্রস্তুতকারক এবং ডায়াগনস্টিক কিট তৈরির নির্মাতাদের থেকেই মূলত এই আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। জানা গেছে আগ্রহপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ আগস্ট।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) জানিয়েছে, ভ্যাকসিন তৈরি জন্য যে স্ট্রেন প্রয়োজন তা তারাই ভ্যাকসিন প্রস্তুতকারকদের সরবরাহ করবে। ভ্যাকসিন প্রস্তুতকারক ও ডায়াগনস্টিক কিট এর নির্মাতাদের সঙ্গে যৌথভাবে গবেষণা করা হবে। সূত্রের খবর, একাধিক সংস্থা ভ্যাকসিন এবং ডায়াগনস্টিক কিট তৈরির জন্য প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত ভারতে ৩ জনের মাঙ্কিপক্স ধরা পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গুটিবসন্তের টিকাই মাঙ্কিপক্সের ক্ষেত্রে কার্যকরী । যে দেশে গুটিবসন্তের টিকা রয়েছে তাদের বাকি বিশ্বের দেশের সঙ্গে টীকা ভাগ করে নেওয়ার কথা জানিয়েছে হু এর ডিরেক্টর জেনারেল। উল্লেখ্য এর আগে করোনা ভাইরাসের টিকার ক্ষেত্রেও একইরকম ভাবে আহ্বান জানিয়েছিল হু। কিন্তু সেবারের মত মাঙ্কিপক্সের ক্ষেত্রেও বিশ্বের কোনও প্রান্ত থেকে হু এর আহ্বানে সাড়া দেওয়া হয়নি।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ