কোয়েল দত্তঃ- মাঝে মধ্যেই বড় বড় সাইজের মাছ ধরা পড়ার সংবাদ খবরের শিরোনামে আসে। কিন্তু এবারে একেবারে একসঙ্গে ১০৯ টি মাছ। তাও আবার ভোলাভেটকি ।
সুন্দরবনের কাছেই ঝড়খালির একটি নদী তে মৎস্যজীবিদের জালে আটকা পড়ে ১০৯ টি ভোলাভেটকি মাছ। তারপর সেখান থেকে মাছগুলিকে ক্যানিং বাজারের মৎস্য আড়তে নিয়ে আসা হয়। আড়তে এনে মাছগুলির ওজন মাপলে দেখা যায় প্রত্যেকটির ওজন প্রায় ২০ – ২২ কেজি।
তবে এত মাছ একসঙ্গে মোহনায় কি ভাবে ঢুকে পড়লো তা দেখে স্বভাবতই হতবাক মৎস্যজীবিরা। তবে যে ভাবেই নদীর মোহনায় এসে ঢুকে পড়ুক না কেন, এত মাছ একসঙ্গে দেখার জন্য রীতিমত মৎস্য আড়তে ভিড় জমতে দেখা যায়।
মাছ কেনার তাগিদে আড়তে নিলাম হওয়া শুরু হয় এবং শেষ অবধি প্রায় ৮ লক্ষ টাকার নিলামে মাছগুলি বিক্রি হয়ে যায়।