বরুণ মুখোপাধ্যায়: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল। উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এরপর ভর্তি হবে একাদশ শ্রেণিতে। মাধ্যমিক পরবর্তী পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কী কী নিয়মাবলি অনুসরণ করতে হবে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নিই—কী লেখা আছে সেই বিজ্ঞপ্তিতে।
গত ২দিন আগেই এক বিজ্ঞপ্তিতে সংসদের সেক্রেটারি-ইন-চার্জ তাপস মুখোপাধ্যায় জানান সকল উচ্চমাধ্যমিক বিদ্যায়তনে ২০২২-‘২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ৪০০টি করা হয়েছ। বিগত বছরে এই সংখ্যা ছিল ২৭৫টি। বিষয়টি সকল উচ্চমাধ্যমিক বিদ্যায়তনের প্রধান শিক্ষকদের গুরুত্ব সহকারে পালন করার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ
- মাধ্যমিক পাশদের এটাই চাকরি পাওয়ার সেরা সুযোগ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
- একসাথে ৫ টি সংস্থায় কাজের খবর
- জেলা আদালতে কর্মী নিয়োগ
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
প্রসঙ্গত, ৩ জুন অপর একটি বিজ্ঞপ্তিতে সংসদের সেক্রেটারি-ইন-চার্জ শ্রীমুখোপাধ্যায় জানান একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে সংশ্লিষ্ট ইলেকটিভ-সাবজেক্টের ক্ষেত্রে অন্ততপক্ষে ৩৫% নম্বর পাওয়া আবশ্যিক।
৩ জুন, শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান চলতি বছরের(২০২২) উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১০ জুন, শুক্রবার সকাল ১১টায়। ছাত্রছাত্রীরা ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে সংসদ নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে। ওয়েবসাইট ছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও জানা যাবে ফলাফল। ছাত্রছাত্রীরা নিজের রোল নং দিয়ে সহজেই ফলাফল জানতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।