দেবস্মিতা দলুইঃ কাছে হোক বা দূরে সাধারন মানুষের যাতায়াতের জন্য দ্রুত অথচ কমখরচে সহজ সমাধান ট্রেন। নিজের বন্ধুবান্ধব বা পরিবারের সাথে বেড়াতে, ট্রেনের সিট বা কোচ বুকিং আমরা সবাই করে থাকি। তা বলে আস্ত ট্রেন ! হ্যাঁ ভাড়া করা যায় পুরো ট্রেন টাকেও।
কী? আশ্চর্য হচ্ছেন তো? তাহলে জেনে নিন কী পদ্ধতিতে এই সুবিধা আপনি পেতে পারেন।
অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আপনি এই পরিষেবা পেতে পারেন। অনলাইনে এই পরিষেবা পাবার জন্য আপনাকে IRCTR এর FTR (ফুল তারিফ রেট) ওয়েবসাইটে (www.ftr.irctc.co.in) গিয়ে নতুন আইডি ও পাসওয়ার্ড বানিয়ে লগ ইন করে ট্রেনের একটি কোচ কিংবা পুরো ট্রেন বুক করার জন্য এপ্লাই করতে হবে।
আরও পড়ুনঃ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
- মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
- মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মমুখী কোর্স করে প্লেসমেন্টের সুযোগ !
এছাড়াও অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য যে কোনো বড় স্টেশনে গিয়ে সেখানকার প্রধান রিজার্ভেশন অফিসার বা স্টেশন মাস্টারের সাথে গিয়ে কথা বলা যেতে পারে।
খরচ:
সর্বাধিক ১০টি কোচ বুকিং এর জন্য যাত্রার ৭দিন পর্যন্ত তার রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০,০০০ টাকা জমা করতে হবে। যাত্রার ৭দিন পরেও অতিরিক্ত ফি বাবদ ১০,০০০ টাকা প্রতি দিন , প্রতি কোচ অনুযায়ী দিতে হবে।
ট্রেন বুকিং এর ক্ষেত্রে ন্যূনতম ১৮টি বগির জন্য ৭দিনের যাত্রার রেজিস্ট্রেশন ফি হলো ৯০০,০০০ টাকা। তবে যাত্রা যদি ৭দিনের বেশি হয় সেক্ষেত্রে প্রতি বগি বাবদ অতিরিক্ত ১০,০০০ টাকা করে আলাদা দিতে হবে। এছাড়াও রেলওয়ের নানান সার্ভিস চার্জেস ও সিকিউরিটি ফিস দিতে হবে।
নিয়মাবলী:
বুকিং এর তারিখের একমাস আগে আপনাকে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজারের কাছে একটা আবেদন জমা দিয়ে যাত্রার ৭২ ঘণ্টা আগে তার অফিস থেকে সেটির একটা জেরক্স কপি নিয়ে রাখতে হবে। এরপর টিকিট তৈরি করার জন্য যাত্রার ৪৮ ঘণ্টা আগে সমস্ত প্যাসেঞ্জারের বিবরণ জমা দিতে হবে।
এর পরে যাত্রার ৭২ ঘন্টা আগে আপনাকে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজার-এর অফিস থেকে প্রোগ্রামের একটি অনুলিপি নিতে হবে। এর পরে প্রতি প্যাসেঞ্জার-এর বিবরণ দিতে হবে, যাতে রেলওয়ে ৪৮ ঘন্টা আগে সবার জন্য টিকিট তৈরি করতে পারে।
তাহলে আর দেরী কেন! এখুনি বুক করে ফেলুন আপনার এবং আপনার পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য একটি নিজস্ব ট্রেন। আর ছুটি কাটিয়ে আসুন আপনার পছন্দের জায়গাটায়।
বি.দ্র : উপরোক্ত বিস্তারিত তথ্য রেলপথ মন্ত্রক দ্বারা পরিবর্তনসাপেক্ষ।