সুদীপ ঘোষঃ কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে কালীপুজোর সময় ঘূর্ণিঝড়ের খবর ছড়িয়ে পড়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তর তখন কোনোরূপ পূর্বাভাস না করে সামনের পরিস্থিতির উপর নজর রাখার কথা বলেছিলেন। কিন্তু এবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিশ্চিত করলেন আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায়ের মতে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর আন্দামান সাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ। যা আগামী ২২তারিখে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৪ শে অক্টোবরের মধ্যে শক্তি বাড়িয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সমুদ্রে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় পরবর্তী ২৪ ঘণ্টায় বাংলা- ওড়িশা- অন্ধ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। তবে ঘূর্ণিঝড়ের শক্তি, গতিপথ ও ল্যান্ডফল নিয়ে এখনই কোন পূর্বাভাস দেননি আলিপুর হাওয়া অফিসের প্রধান অধিকর্তা।
আবহাওয়া দপ্তরের তরফে প্রাথমিক সতর্কবার্তা হিসাবে আগামী ২২ তারিখের পর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা সমুদ্রের আছেন তাদের ঐ দিনের মধ্যে তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় প্রাথমিক পূর্বাভাসে থাকলেও আলোর উৎসবে জল ঢালতে চলেছে গভীর নিম্নচাপ। কালীপুজো ও ভাইফোঁটার মতো বাঙালির অন্যতম বড় উৎসবে বাংলার আকাশে দুর্যোগের ছায়া। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে ওড়িশা সরকার। পশ্চিমবঙ্গ সরকারও ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ ব্যবস্থার তোড়জোড় শুরু করেছে।
এই মুহূর্তে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও ঝড় ব্যাপক ক্ষতি করতে পারে বাংলার মাঠে মাঠে। দুর্গা পুজোতে নিম্নচাপ ঘূর্ণবাতের পর কালীপুজোতে আবার ঘূর্ণিঝড়ের সম্ভবনা। আর বর্ষা বিদায়ের মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে উৎকণ্ঠা এখন বাংলা জুড়ে। সারাদেশ যখন দীপাবলীর আলোর রসনায়তে উদ্ভাসিত হবে তখন বাংলা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ভয়। উৎসবের সময় এই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটিতে সিঁদুরে মেঘ এখন বাংলার আকাশ জুড়ে।
| Heavy rainfall and cyclone alert during kalipuja |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ