সন্তু সামন্তঃ পুজোর ছুটির মধ্যেই বড়সড় আর্থিক সুখবর পেতে চলেছেন কর্মীরা। ক্যাবিনেটে পাশ হয়ে গেল প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস। আর কিছুদিনের মধ্যেই শ্রী লক্ষ্মী ঘরে আসার সম্ভাবনা রয়েছে প্রায় ১১ লক্ষ ২৭ হাজার কর্মচারীর।
সূত্রের খবর, ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য নন- গেজেটেড রেলওয়ে কর্মচারীরা পাবেন প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস। নিয়ম অনুযায়ী, ৭৮ দিনের বেতনের সমান হয় এই প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস।
প্রসঙ্গত, গত ৩ বছর ধরে আর্থিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের পলিসি নিয়েছে ভারতীয় রেল। কোভিড মহামারীর সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন কয়লা, সার, খাদ্যদ্রব্যের পরিবহন নিয়মিত রেখেছিল। ২০২১-২০২২ অর্থবর্ষে ফ্রেট পরিবহন হয়েছে ১৪১৮ মিলিয়ন টন, যা রেল এর ইতিহাসে রেকর্ড। প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস সেই কাজেরই ইনসেন্টিভ বলা যেতে পারে। এর জন্য রেলের খরচ হবে ১৮৩২ কোটি টাকা। জানা গেছে ৭৮ দিনের হিসেবে প্রতি যোগ্য কর্মচারী পিছু মাসিক ৭০০০ টাকা আর সর্বাধিক ১৭,৯৫১ টাকা হতে পারে।
govt employees get 78 days bonus
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ