কোয়েল দত্ত : নিজের পেশাদারি সত্তার বাইরে গিয়ে সমাজের জন্য কিছু করার চেষ্টা অনেকেরই থাকে। তবে এই চেষ্টা হয়ত অন্যান্যদের ছাপিয়ে গেল।
নিজের পেশাদারি সত্তা সামলে সমাজের কুসংস্কার এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আলোর দিশা দেখানোর কান্ডারি অ্যানা কাবালে দুবা সম্মানিত হলে এস্টার গার্ডিয়ান গ্লোবাল নার্সিং পুরস্কারে।
কেনিয়ার অখ্যাত এক গ্রামে জন্ম। ১৯ জন ভাই বোন। না শুধু ভাই বোন নয়, এলাকার মধ্যে প্রথম গ্র্যাজুয়েট দুবা ছোটও থেকেই দেখে এসেছে সমাজের অন্ধকার দিক। যার মধ্যে অন্যতম ছিল কেনিয়ার আদিবাসী এলাকায় শৈশব অবস্থায় মহিলাদের যৌনাঙ্গচ্ছেদন ও বাল্য বিবাহ।
অর্থনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর শুরু হয় তাঁর আসল লড়াই। কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি আদিবাসী এলাকায় স্কুল খোলেন । যেখানে বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের ও শিক্ষার আলো দেওয়া হয়। লড়াইটা বেশ কঠিন। কিন্তু নিজের ঐকান্তিক চেষ্টায় অনেকটাই শিক্ষার আলো ছড়াতে পেরেছেন তিনি।
পুরস্কার মূল্য পুরোটাই সমাজসেবায় যাবে, কুসংস্কারের ঘেরাটোপ থেকে সমাজকে আরও আরও বেশি করে আলোর দিশা দেখাতে হবে, এখনও অনেক কিছু করার আছে – এমনটাই জানিয়েছেন সমাজসেবী দুবে।
“নবচেতন” পরিবার তাঁর এই লড়াইকে কুর্নিশ জানায়।