সুদীপ ঘোষ: বিশ্ব সাহিত্যের মঞ্চে গর্বিত হল ভারতীয় সাহিত্য। এবার আন্তর্জাতিক বুকার প্রাইজ ২০২২ এল ভারতে।
জনপ্রিয় লেখিকা গীতাঞ্জলি শ্রীর হিন্দি উপন্যাস “রেত সমাধি”র ইংরেজি অনুবাদ “টম্ব অফ স্যান্ড” অর্জন করল এই বিশ্ব সাহিত্য সম্মান। দেশভাগ ও এক অসহায় বিধবা বৃদ্ধার কাহিনী নিয়ে রচিত হয়েছে এই উপন্যাস।
এই প্রথম কোন ভারতীয় ভাষায় লেখা বই বুকার প্রাইজ এ সম্মানিত হল। দিল্লির সাহিত্যিক গীতাঞ্জলি শ্রীর পুরস্কারের আর্থিক মূল্য হিসাবে পেয়েছেন ৫০ হাজার পাউন্ড। পুরস্কারের মঞ্চ থেকেই অনুবাদক ডেইজ রকওয়েলের সাথে এই পুরস্কার ভাগ করে নেওয়ার কথা জানান।