সুদীপ ঘোষঃ ভারতের প্রথম রাজ্য হিসাবে কেরালা (Kerala) উদ্বোধন করল তাদের নিজস্ব “কেরালা অপটিক ফাইবার নেটওর্য়াক লিমিটেড” (Kerala Optical Fiber Network Limited) । রাজ্যের সমস্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারি জনগণের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা (Free Internet Service) প্রদান করে দৃষ্টান্ত তৈরি করল দেশের একমাত্র বাম শাসিত রাজ্য।
গত ২০১৯ সালে ইন্টারনেটকে মানুষের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেন পিনারায় বিজয়ন সরকার। আর পুনরায় সরকারে এসে , সেই অধিকারে ধনী- গরীবের বিভাজন মুছে দিতে ১৫৪৮ কোটি টাকা খরচে ইন্টারনেট প্রোভাইডার লাইসেন্স নিয়ে রাজ্যের সমস্ত দারিদ্র্য মানুষ ও সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা শুরু করে নজির তৈরি করল কেরালা।
মানব উন্নয়নে বরাবরই কেরালা দেশের অগ্রগামি রাজ্য। আর এবার ইন্টারনেট পরিষেবাতেও দেশের হয়ে প্রথম পথ প্রদর্শকের ধ্বজা উড়ালেন ভগবানের নিজের দেশ।