সন্তু সামন্তঃ আর মাত্র ২ দিন বাকি। জুলাই মাস থেকে প্রতিটি পরিবার ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি তে বিদ্যুৎ পাবে। এবার এমনটাই ঘোষণা করল পাঞ্জাব সরকার।
বিধানসভার নির্বাচনী ইস্তাহারে আম আদমি পার্টির ঘোষণাতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি তে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছিল। সরকার গঠনের পর অর্থমন্ত্রী হরপাল সিং চিমা বাজেট পেশ করার সময় ফ্রি তে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, এই প্রথম দিল্লী ছাড়া অন্য কোনও রাজ্যে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। ২০২২ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কে ধরাশায়ী করে প্রথমবারের মত দিল্লির বাইরে সরকার গড়ে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী পদে আসীন হন প্রাক্তন আপ সাংসদ ভগবন্ত মান। সরকারে আসার পর প্রথম বাজেটেই কথা রাখল আম আদমি পার্টি। নির্বাচনী ইস্তাহার অনুযায়ী বাজেটে বেশ কিছু চমক রেখেছে পাঞ্জাব সরকার। তার মধ্যে অন্যতম ‘One MLA One Pension’। এর ফলে বছরে ১৯.৫৩ কোটি টাকা বাঁচবে- এমনটাই জানিয়েছেন হরপাল সিং চিমা। বাজেট পেশ করে অর্থমন্ত্রী হরপাল সিং চিমা জানান, সুপ্রশাসন এর মডেল তৈরি করাই এই সরকারের মূল লক্ষ্য।