সুদীপ ঘোষঃ লাগামছাড়া বিদ্যুৎ বিল, হাঁপিয়ে উঠছে সাধারণ মানুষ। এবার মানুষের খরচ লাঘব করার জন্য বিনামূল্যে বিদ্যুৎ (Free Ecletricity) পরিষেবা আনছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড মন্ত্রিসভা (Jharkhand Cabinet) এই সিদ্ধান্ত নিয়েছে।
এই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন সমস্ত গরীব মানুষের জন্য প্রতিমাসে বিনামূল্যে ১০০ ইউনিট (100 unit) বিদ্যুৎ দেওয়ার প্রকল্প ঘোষণা করেছেন।
আরও পড়ুনঃ NIEPA তে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ
শুক্রবার ঝাড়খণ্ড মন্ত্রিসভায় বিদ্যুৎ বিল সহ মোট ৫৫ টি প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের মধ্যে আরও একটা হল বয়স্কদের পেনসেন স্কিম। ঐ রাজ্যের মন্ত্রিসভার সচিব বন্দনা দেদেল (Vandana Dadel) বলেন, প্রতিটি প্রকল্প সঠিক ভাবে রূপায়ণের জন্য একটা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঝাড়খণ্ডের মতো পিছিয়ে পড়া রাজ্যের গরীব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা যথেষ্ট প্রসংশনীয় পদক্ষেপ। যদিও এর আগে পশ্চিমবঙ্গ সরকার (WestBengal Govt) তিন মাসে মোট ৭৫ ইউনিট এবং পাঞ্জাব সরকার ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গরিবদের জন্য প্রতি মাসে ১০০ ইউনিট বিদ্যুতে ছাড় দিয়ে সারাদেশে দৃষ্টান্ত তৈরি করতে চলেছে সরেন (Hemant Soren) সরকার।