সুদীপ ঘোষঃ ডুয়ার্সের (Dooars) মেটেলি ব্লকের মূর্তি (Murti River) নদীতে ভেসে যাচ্ছিল এক দলছুট হস্তিশাবক (Elephant Calf)। জীবন বাজি রেখে উদ্ধার করলেন বনকর্মীরা। শত চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারছিল না ঐ শাবক টি।
জানা গেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের পানঝরা বনবস্তি মানুষজন দেখতে পায় এই অসহায় হাতি শিশুকে। তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তারপর স্থানীয় মানুষের সহযোগিতায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঐ হস্তিশাবক উদ্ধার করে। তার পর প্রাথমিক চিকিৎসার জন্য গরুমারা নর্থ জোন নিয়ে যাওয়া হয়। তারপর তাকে চাপরামারি জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার একটি বুনোহাতির দল চাপরামারি ফরেস্ট থেকে মূর্তি নদী পেরিয়ে কিলকোট চা বাগানে হানা দেয়। ভারী বর্ষণে রাতে নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে নদী পার করতে গিয়ে দল ছুট হয়ে যায় ঐ এক – দুমাসের হাতিটি। এই উদ্ধারকার্যে বনকর্মী ও স্থানীয় ব্যক্তিরা প্রশংসা পেয়েছেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ