সঞ্জয় বৈরাগীঃ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে নার্সিং পেশাদারদের জন্য ২০২১ সালের জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার (FlorenceNightingaleAward) প্রদান করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এই পুরস্কার প্রথম বারের মতো ১৯৭৩ সালে দেওয়া শুরু হলেও এখনো পর্যন্ত নিয়মমাফিক ভাবেই এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। সমাজে নার্স এবং নার্সিং পেশাদারদের দ্বারা প্রদত্ত প্রশংসনীয় সেবার স্বীকৃতি হিসেবেই এই জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করা হয়।
কোভিড-১৯ -এর বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াইয়ে নার্সিং পেশাদারদের নিঃস্বার্থ অবদান ও জাতীয় কোভিড টিকাকরণ কর্মসূচিকে ত্বরান্বিত করার পাশাপাশি নার্সিং পেশাদারদের অনুকরণীয় নিষ্ঠার কারণে প্রতিদিন গড়ে এক কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া সম্ভব হয়েছে।এ ছাড়াও অনগ্রসর এবং আদিবাসী সম্প্রদায়ের সেবা তথা সন্তান সম্ভাবা মহিলাদের স্বাস্থ্যের খেয়াল রাখার বিষয়টিকেও এবারে পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছিলো।
প্রসঙ্গত,মোট ৫১ জন নার্সিংকে এদিন জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, অনুকরণীয় কাজ এবং নিঃস্বার্থ সেবার জন্য নার্সদের ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার ২০২১ দিতে পেরে তিনি আনন্দিত।
উল্লেখ্য,২০২০ ও ২০২১ সালে স্বাস্থ্য সেবায় অসামান্য অবদানের জন্য উত্তরবঙ্গের চার নার্সকেও এদিন ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করা হয়।
FlorenceNightingaleAward