সুদীপ ঘোষঃ সারা দেশ জুড়ে শুরু হতে চলেছে “হার ঘর তিরঙ্গা” ক্যাম্পেইন। এমনই আরও একটি নতুন কর্মসূচির ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই কর্মসূচিতে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট প্রতিটি মানুষের বাড়ীতে দেশের জাতীয় পতাকা (National Flag) লাগানোর অনুরোধ করলেন মোদী।
আরও পড়ুনঃ SSC এর মাধ্যমে ট্রান্সলেটর পোস্টে কর্মী নিয়োগ
এদিন স্বাধীনতার সময় দেশের অফিসিয়াল জাতীয় পতাকা গ্রহণের দিনের বর্ষপূর্তিতে তিনি এই কর্মসূচির ঘোষণা করেন। স্বাধীনতার প্রাক মুহূর্তে ১৯৪৭ সালে আজকের দিন অর্থাৎ ২২শে জুলাই গৃহীত হয় দেশের বর্তমান জাতীয় পতাকা। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার “আজাদী কি অমৃত মহোৎসব” কর্মসূচি গ্রহণ করেছে সারা বছর জুড়ে। এবার জাতীয় পতাকার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে আগামী আগস্ট মাসের ঐ তিন দিন প্রতি বাড়ীতে জাতীয় পতাকা লাগানোর নিধান দিলেন প্রধানমন্ত্রী।