সন্তু সামন্তঃ এই মুহূর্তে দেশের প্রতিটি নাগরিকের জন্য সেরা খবর ! দেশের ১৫তম রাষ্ট্রপতি (15th Indian President) হলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তিনি দ্বিতীয় মহিলা হিসেবে ভারতের সর্বোচচ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন। একইসাথে করলেন ৫ টি রেকর্ড।
আরও পড়ুনঃ বর্ডার পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর নিয়োগ
জেনে নেওয়া যাক কি সেই ৫ টি রেকর্ড –
১) প্রথম আদিবাসী মহিলা হিসেবে দেশের প্রথম নাগরিক তথা সর্বোচচ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেন দ্রৌপদী মুর্মু।
২) এখনও পর্যন্ত যতজন রাষ্ট্রপতি হয়েছেন সবাই স্বাধীনতার আগে জন্মগ্রহন করেছেন। আর বর্তমান রাষ্ট্রপতি দেশ স্বাধীন হওয়ার প্রায় ১১ বছর পর জন্মগ্রহন করেছেন। তিনি ১৯৫৮ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সাঁওতাল সম্প্রদায়ের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন।
৩) বয়সের দিক থেকেও করলেন রেকর্ড। সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। এর আগে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে নাম ছিল নীলম সঞ্জীব রেড্ডির। তাঁর বয়স ছিল ৬৪ বছর, ২ মাস এবং ৬ দিন। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়স ৬৪ বছর, ১ মাস এবং ৮ দিন।
৪) রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ১৯৯৭ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হয়ে। তারপর বিধায়ক এবং মন্ত্রী হন। তবে কাউন্সিলর থেকে রাষ্ট্রপতি পদে পৌঁছানোর এই সফর এর আগে ভারতের কোনও রাষ্ট্রপতির নেই।
৫) এর আগে ওড়িশা (Oddisa) থেকে কেউ রাষ্ট্রপতি হননি। তবে ২০১৭ সালে তাঁর নাম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ভাবা হয়েছিল। তবে সেবারে আর প্রার্থী হিসেবে ফাইনালি নাম ঘোষণা হয়নি তাঁর। নাম ঘোষণা হয়েছিল রামনাথ কোবিন্দ এর।