প্রীতম পালঃ অনেক জল্পনা বিরধিতার পর অবশেষে চালু হয়েই গেল ভারতের প্রথম বেসরকারি ট্রেন। ভারতীয় রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীনে কোয়েম্বাটোর এবং শিরডির মধ্যে মঙ্গলবার শুরু হল যাত্রা।
আরও পড়ুনঃ
- একসাথে ৫ টি কোম্পানিতে চাকরির খবর
- রাজ্যের দমকল বাহিনীতে দেড় হাজার কর্মী নিয়োগ
- CSIR এ টেকনিশিয়ান নিয়োগ
- এবার দশ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ হবে – ঘোষণা প্রধানমন্ত্রীর
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
১৪ জুন সন্ধ্যা ৬ টায় ট্রেনটি ছেড়ে ১৬ জুন তিরুপপুর, ইয়েলাহানে স্টপেজ পেরিয়ে সকালে সাইনগর শিরডিতে পৌঁছাবে। পথে পড়বে ধর্মভারম, মন্ত্রালয়ম রোড, ওয়াদি ইত্যাদি স্টেশনও। মন্ত্রালয়ম রোড স্টেশনে ট্রেনটি ৫ ঘণ্টার জন্য দাঁড়াবে যাতে তীর্থযাত্রীরা নেমে মন্দির দর্শন করে আসতে পারেন।
ট্রেনে থাকছে মোট – ২০টি কোচ তার মধ্যে ফার্স্ট এসি কোচ-১, ২-টায়ার এসি কোচ-৩, ৩-টায়ার এসি কোচ-৮, স্লিপার ক্লাস কোচ-৫, প্যান্ট্রি কার-১ এবং লাগেজ-কাম-ব্রেক ভ্যান-২।
কোন আপদকালীন পরিস্থিতির জন্য ট্রেনে থাকবেন একজন চিকিত্সক, রেলওয়ে পুলিশ বাহিনীর পাশাপাশি ট্রেনে নিযুক্ত বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার অ্যান্ড সেফটি অফিসার। যাত্রী সুবিধার্থে থাকবেন ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক ।
ট্রেন পরিস্কার রাখার কাজে নিযুক্ত নামী হাউসকিপিং পরিষেবা। রান্নার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ শেফরা। যাত্রার সময় যাত্রীদের বিনোদনের জন্য কোচগুলিতে স্পিকার এবং রেডিয়ো জকির ব্যবস্থা রাখা হয়েছে। বাজবে ভক্তিমূলক গান, আধ্যাত্মিক গল্প।